০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নামিবিয়ায় খরায় ৭০০- এর বেশি বন্যপ্রাণী হত্যা

- ছবি : বাসস

কয়েক দশকের সবচেয়ে খারাপ খরা মোকাবেলায় সাত শ’র বেশি বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা করছে নামিবিয়া সরকার। ইতোমধ্যে দেশটিতে ১৬০টি প্রাণীকে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানায়।

গত সপ্তাহে ঘাস ও পানি সরবরাহের চাপ কমিয়ে যাওয়ায় ও খরার কারণে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারনের জন্য সরকারের পক্ষ থেকে মাংস সরবরাহের ঘোষণা দেয়া হয়। পেশাদার শিকারীদের মাধ্যমে ৩০টি জলহস্তী হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুয়ুন্দা এএফপি’কে বলেন, এখন পর্যন্ত হত্যার জন্য নির্ধারিত ৭২৩টি প্রাণীর মধ্যে কমপক্ষে ১৫৭টিকে হত্যা করা হয়েছে। হত্যা প্রক্রিয়া সম্পন্ন করতে কত সময় লাগবে তা বিভিন্ন কারণের ওপর নির্ভর করছে। হাতির দাঁতের বিক্রির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে কাটা হাতির দাঁতগুলো সরকারি গুদামে সংরক্ষণ করা হবে।

মুয়ুন্দা আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যে ৫৬ কেজির বেশি মাংস সরবরাহ করা হয়েছে।’

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ঝালকাঠী চেম্বারের সভাপতি আটকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ইসি সচিব শফিউল আজিম ওএসডি বঞ্চিতদের ২ কর্মকর্তা হলেন সচিব ইসি সচিব শফিউল আজিম ওএসডি বঞ্চিতদের ২ কর্মকর্তা হলেন সচিব ভারতের সনাতনী মঞ্চের বাধায় সিলেটের সব শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শেষে আখেরি মুনাজাত চিন্ময়ের পক্ষে আইনজীবী না থাকায় শুনানি পেছাল চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা আগরতলার ঘটনায় হাসিনা ও মমতার ইন্ধন রয়েছে : নোমান দায়িত্ব গ্রহণের পর বিজেএমসির চেয়ারম্যানকে সংবর্ধনা খালেদা জিয়ার বাসায় পাক হাইকমিশনার

সকল