দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১২ শিশু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২৪, ২১:৫৯
দক্ষিণ আফ্রিকায় স্কুলগামী একটি মিনিবাসের সাথে অন্য গাড়ির সঙ্ঘর্ষে ১২ শিশু নিহত হয়েছে। বুধবার ভোরে গৌতেং প্রদেশের জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মিনিবাসটি শিশুদের নিয়ে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে জোহানেসবার্গের কাছে পৌঁছালে অন্য একটি বাসের সাথে ধাক্কা লেগে বাসটিতে আগুন লেগে যায়। এতে চালকসহ ১২ শিশু নিহত হয়। এছাড়া আরো সাতজন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে মেরাফং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসটি পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
গৌতেং প্রদেশের শিক্ষামন্ত্রী মাতোমি চিলোয়ানে বলেছেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। সন্তানদের হারিয়ে ফেলাটা আমাদের সম্প্রদায়ের জন্য ধ্বংসাত্মক আঘাত। আমরা দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি।
আফ্রিকা মহাদেশে সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্ক রয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে সড়কের খারাপ নিরাপত্তা ব্যবস্থারও রেকর্ড আছে দেশটির।
সূত্র : খালিজ টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা