১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুদানের জন্য সাড়ে ৩১ কোটি ডলারের সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

- ছবি : সংগৃহীত

সুদানে অতিরিক্ত মানবিক সহায়তার জন্য শুক্রবার সাড়ে ৩১ কোটি ডলারেরও বেশি প্রদানের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে ১৪ মাস ধরে চলা যুদ্ধের কারণে প্রায় আড়াই কোটি লোক মানবিক সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করছে।

ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ার তহবিল ঘোষণার সময় এক কনফারেন্স কলে সাংবাদিকদের বলেন, ‘এটি বিশ্বের একক বৃহত্তম মানবিক সঙ্কট।’

জাতিসঙ্ঘও সতর্ক করে দিয়ে বলেছে, এই মুহূর্তে ৫০ লাখ সুদানি জনগণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

সামান্থা উদ্বেগ প্রকাশ করে বলেন, সুদানের পরিস্থিতি ২০১১ সালের সোমালিয়ার চেয়ে খারাপ হতে পারে।

খরার কারণে সোমালিয়ায় দুর্ভিক্ষে ওই সময় প্রায় দুই লাখ ৫০ হাজার লোক মারা যায়, যাদের অর্ধেকই শিশু।

তাছাড়া ১৯৮০ দশকের শুরুতে ইথিওপিয়ার মারাত্মক দুর্ভিক্ষের চেয়ে আরো ভয়াবহ দূর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশটি বলেও সতর্ক করেন তিনি।

ইথিওপিয়ার সেই ঐতিহাসিক দূর্ভিক্ষের দ ‘বছরের মধ্যে প্রায় ১০ লাখ ইথিওপীয় মারা যায়। আরো লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়, অনেকেই দেশ চেড়ে চলে যেতে বাধ্য হয়।

যুদ্ধরত সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সক্রিয়ভাবে ত্রাণ সরবরাহে বাধা প্রদান করছে বলেও জানান পাওয়ার।

পাওয়ার বলেন, ‘খাদ্যাভাব নয়, বাধা প্রদর্শনের কারণে সুদানে এই ঐতিহাসিক ও মৃত্যুমুখি খাদ্যাভাব দেখা দিয়েছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন করতে হবে।’

জাতিসঙ্ঘ বলছে, আড়াই কোটি সুদানির মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি এখন এবং এই মাসে শুরু হতে যাওয়া শুষ্ক মৌসুমে সংখ্যাটি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

চাদের কাছ থেকে আন্তঃসীমান্ত প্রবেশাধিকার এবং সংঘাতপূর্ণ ফ্রন্ট লাইন জুড়ে প্রবেশাধিকারের জন্য জাতিসঙ্ঘ কয়েক মাস ধরেই অনুরোধ করে আসছে। উত্তর দারফুরের রাজধানী শহর এল ফাশেরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসঙ্ঘ ত্রাণবাহী যানবাহনের চলাচলের অনুমতিসহ প্রশাসনিক প্রতিবন্ধকতা অপসারণের আহ্বান জানিয়েছে। প্রবেশাধিকার প্রতিবন্ধকতার কারণে দারফুর ও খার্তুমের কিছু অংশে মানবিক ত্রাণ পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

উত্তর দারফুরের রাজধানী এল ফাশেরের পরিস্থিতি খুব খারাপ। আরএসএফ শহরটি ঘিরে ফেলেছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার আরএসএফের অবরোধ বন্ধ করার দাবি জানিয়েছে। তাছাড়া এল ফাশেরে আশ্রয় নেয়া আট লাখেরও বেশি বেসামরিক নাগরিকের জন্য সেখানে লড়াই বন্ধ করে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে।

শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, ত্রাণবাহী একটি গাড়িবহর চলতি সপ্তাহে চাদ থেকে দারফুরে প্রবেশ করেছে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের জন্য সহায়তা নিয়ে। গত দুই মাসে মধ্যে চাদ থেকে টাইন সীমান্ত ক্রসিং দিয়ে সুদানে এই নিয়ে তৃতীয় কনভয় প্রবেশ করেছে।

২০০০ এর দশকের গোড়ার দিকে আরব জানজাউইদ যোদ্ধারা, যারা আজকের আরএসএফ, দারফুরে আফ্রিকান জাগাওয়া, মাসালিত, ফুর এবং অন্যান্য অ-আরব জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালায়।

সাংবাদিকদের সাথে ফোনালাপে এই সঙ্ঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেন জাতিসঙ্ঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল।

তাছাড়া যে সকল দেশ প্রতিদ্বন্দ্বী জেনারেলদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সমর্থন করছে তাদের সমালোচনাও করেন তিনি।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এল ফাশের এবং সুদানজুড়ে লড়াইয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেসামরিক মানুষের এই দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল