২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিমান দুর্ঘটনায় মালাউয়ির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

সস্ত্রীক নিহত হয়েছেন মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট ড. সাউলোস ছিলিমা - ছবি : সংগৃহীত

বিমান দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দেশ মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট ড. সাউলোস ছিলিমা। এ ঘটনায় নিহত হয়েছেন আরো আটজন।

এর আগে তাদের বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে, তাদের বহনকারী বিমানটি চিকাংওয়া পর্বতমালা এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাজারোস চাকউয়েরা।

মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। ছিলিমাকে বহনকারী সামরিক বিমানটি রাজধানী লিলংউই থেকে সোমবার সকালে উড্ডয়ন হয়। পরে তা বিধ্বস্ত হয়।

ছিলিমা ও অন্যরা সাবেক অ্যাটর্নি জেনারেলের অন্তেষ্টিক্রিয়ায় যাচ্ছিলেন।

বিমান চলাচল নিয়ন্ত্রক কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী থেকে ২০০ মাইলের মতো দূরে মজুজু এয়ারপোর্টে তাদের বহনকারী বিমানটি নামার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। রাজধানীতে ফেরত আসতে পাইলটকে বলা হলেও বিমানটির রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।

৫১ বছর বয়সী ছিলিমা আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন।

এদিকে, বিমানটির সন্ধানে কারিগরি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ।

মঙ্গলবার সকালে লিলংউইর মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রতিরক্ষা সি-১২ বিমানসহ ‘সব ধরনের উদ্ধার সহায়তা’র আশ্বাস দেয়।

সূত্র : সিবিসি নিউজ


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল