২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কঙ্গোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী

- ছবি : সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কঙ্গো প্রজাতন্ত্রে পৌঁছেছেন। তিনি সেখানে দেশটির নেতৃত্বের সাথে আলোচনা করবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা জানান। কঙ্গো এ বছর রাশিয়ার সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

গত বছরের ২৯ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে প্রজাতন্ত্রের প্রধান ডেনিস সাসু এনগুয়েসোর সাথে দেখা করেন।

রুশ নেতা উল্লেখ করেন যে লুকোয়েল, ইয়ানডেক্স ও রোসাটমসহ শীর্ষ স্থানীয় রাশিয়ান কোম্পানিগুলো এখন কঙ্গোতে কার্যকরভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে, এই সফরকালে কঙ্গো প্রজাতন্ত্রের নেতাদের সাথে ল্যাভরভের আলোচনাকালে দেশটির প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগুয়েসো বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো প্রসারের দিকে মনোনিবেশ করবেন।

জানা গেছে, জ্বালানি শক্তি খাতের সম্ভাবনাময় প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হবে।

সূত্র : বাসস/তাস


আরো সংবাদ



premium cement