রাফায় হামলা বন্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মে ২০২৪, ২৩:৩৬
গাজার রাফা এলাকায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক আদালত ইসরাইলকে নির্দেশ দিয়েছে। এ রায়কে স্বাগত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিল রামাফোসা বলেছেন যে- তিনি উদ্বিগ্ন রয়ে গেছেন কারণ জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গাজায় মানুষের দুর্ভোগ কমাতে সফল হয়নি।
দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা গত সপ্তাহে গাজা ইস্যুতে হেগের আন্তর্জাতিক আদালতে জরুরি ব্যবস্থা আরোপ করতে বলেন। তারা আবেদন জানান, সেখানে আটকে পড়া কয়েক হাজার ফিলিস্তিনি মানুষের বেঁচে থাকার জন্য রাফাতে ইসরাইলের হামলা বন্ধ করতে হবে।
দক্ষিণ আফ্রিকার আইনজীবী টেম্বেকা এনগকুকাইতোবি বলেছেন, ‘স্পষ্ট সতর্কবার্তা’ সত্ত্বেও ইসরাইল রাফাতে তাদের হামলা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সেখানে ‘গণহত্যামূলক’ পরিণতি বয়ে আনতে পারে বলে জানান তিনি।
দক্ষিণ আফ্রিকার গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দাবি প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা