২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুরকিনা ফাসোয় সপ্তাহজুড়ে রক্তক্ষয়ী হামলায় নিহত ৪০

- ছবি - ইন্টারনেট

বুরকিনা ফাসোয় নতুন করে চালানো একের পর এক হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন এলাকায় জিহাদিদের হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার বিভিন্ন সূত্র একথা জানিয়েছে।

খবর এএফপি’র।

নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা এএফপি’কে বলেন, একেবারে সাম্প্রতিক সহিংসতায় বুরকিনা ফাসোর বিশৃঙ্খলাপূর্ণ উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে ধারাবাহিক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় ইয়াতাঙ্গা প্রদেশে বৃহস্পতিবার অস্ত্রধারীরা তিনটি গ্রামে হামলা চালায়।

শুক্রবার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অস্ত্রধারী গ্রুপ পেলি, জান্না ও নঙ্গফাইর গ্রামে হামলা চালায়।’ এসব গ্রামে হামলায় ২৫ জন নিহত হয়েছে বলে তিনি জানান।

ওই বাসিন্দা জানায়, এসব হামলায় ‘অনেক মানুষ আহত হয়েছে।’

অপর একজন বাসিন্দা বলেন, মটরসাইকেলে করে আসা হামলাকারীদের স্বেচ্ছাসেবক ও সৈন্যরা ধাওয়া দেয়।

নিরাপত্তা সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে। তবে তিনি মৃতের সংখ্যা ২০ জন বলে জানান।

তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এর আগে শুক্রবার জানানো হয়, এ সপ্তাহে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের পৃথক হামলায় আরো ২০ জন নিহত হয়।

বন্দুকধারীরা সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কুল্পালোগো প্রদেশের কাওনগো গ্রামে হামলা চালায়। এতে দুই নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, দুই দিন পর প্রতিবেশি গ্রাম বিলগুইমদুরিতে হামলায় ১০ জন নিহত হয়।


আরো সংবাদ



premium cement
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা! আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ

সকল