২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী

আন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী - ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী দেশের ইসলামপন্থী দল আন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে। দলটির নেতা রশিদ ঘানুসিকে গ্রেফতার করার এক দিন পর মঙ্গলবার কার্যালয়ও বন্ধ করা হলো।

দলটির অন্যতম নেতা রিয়াদ চাইবি বলেন, 'নিরাপত্তা বাহিনীর একটি দল দলের প্রধান দফতরে প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনকে চলে যেতে বলে। তারপর তারা অফিসটি বন্ধ করে দেয়।'

তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী সারা দেশে দলের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে, সভা করতে বাধা দিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার থেকে সারা দেশে আন নাহদা এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের সব ধরনের সভা নিষিদ্ধ করেছে।

বর্তমান প্রেসিডেন্ট সাইদের অন্যতম বিরোধী হলেন ঘানুসি। ২০২১ সালে সাইদ সব ক্ষমতা নিজের হাতে নেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement