ফজরের নামাজ আদায়রত মিসরীয় মুসল্লির ইন্তেকাল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১১, আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫
মসজিদে ফজরের নামাজ আদায়কালে ইন্তেকাল করেছেন মিসরের এক মুসল্লি। দেশটির লোহিত সাগর গভর্নোরেটের হারগাদা শহরের একটি মসজিদে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের সূত্রে আলজাজিরা জানায়, ওই মুসল্লির নাম হিসাম আল ফিকহি। তিনি দেশটির একটি বিমান কোম্পানিতে কর্মরত ছিলেন।
হিসাম আল ফিকহির ইন্তেকালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়- ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করেন তিনি। তাকবির দিয়ে নামাজ শুরুর পর সূরা ফাতিহা পড়ার সময় হঠাৎ পেছন দিকে জমিনে পড়ে যান হিসাম এবং সেখানেই তিনি মারা যান।
ভিডিওতে আরো দেয়া যায়, ফরজ নামাজ শেষ হওয়ার পর আলাদাভাবে নফল আদায়ের উদ্দেশে পেছনের কাতারে এসে নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়।
হিসাম আল ফিকহির পরিবার সূত্রে আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, তিনি উঁচু মাপের খোদাভীরু ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। একইসাথে অভাবীদের সাহায্য করতেন এবং আল্লাহর কাছে রহমত, ধৈর্য ও দৃঢ়তার দোয়া করতেন।
الله اكبر كاميرا المراقبة توثق نهاية مواطن مصري أثناء أدائه صلاة الفجر في مدينة الغردقة
— حــكـــيـــــــم (@hakimjustice_) September 5, 2022
اللهم ارزقنا حسن الخاتمة pic.twitter.com/aqoafSQE9r
সূত্র : আলজাজিরা ও আলআইন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা