২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেমালিয়ায় ত্রাণবাহী ট্রাকে হামলা : নিহত ১৮

সেমালিয়ায় ত্রাণবাহী ট্রাকে হামলা : নিহত ১৮ - ছবি : আল-জাজিরা

সোমালিয়ার মধ্যাঞ্চলে ত্রাণবাহী ট্রাকে হামলা চালিয়ে অন্তত ১৮ বেসামরিক নাগরিককে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এ সময় ট্রাকে থাকা খাদ্যও তারা ধ্বংস করে দিয়েছে।

শনিবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শুক্রবার রাতে মধ্য সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ হিরশাবেলের হিরান এলাকায় এই হামলা চালানো হয়।

হিরানের বাসিন্দারা জানান, ট্রাকগুলোতে করে ব্যালাওয়েন শহর থেকে মাহাস শহরে খাবার নেয়া হচ্ছিল।

স্থানীয়রা আরো জানান, ‘গতরাতে সন্ত্রাসীরা নির্বিচারে নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে। কতজন নিহত হয়েছে তা আমাদের জানা নেই’।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সোন্নার প্রতিবেদনে বলা হয়েছে, আল-শাবাব একাধিক ট্রাকে আগুন দেয়। গাড়িতে থাকা বেশিরভাগ লোককে হত্যা করেছে তারা।

সূত্র: আল-জাজিরা


আরো সংবাদ



premium cement