২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে জাতিগত সহিংসতায় নিহত ১৪

-

সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, গত সোমবার কিশান এলাকায় বার্তি ও হাওসা উপজাতির লোকদের মধ্যে সংঘর্ষ বাধলেও পরে তা বন্ধ হয়ে যায়। কিন্তু শুক্রবার তা নতুন করে শুরু হয় এবং বন্দুকযুদ্ধে রুপ নেয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৪ জন প্রাণ হারান।

ব্লু নাইলের রাজধানী দামাজিনের একটি হাসপাতালের মেডিক্যাল সূত্র জরুরি ভিত্তিতে রক্তদানের আবেদন জানিয়ে বলেছে, সংঘর্ষে প্রায় ৪০ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এই সংঘর্ষে জড়িত উভয়পক্ষের নেতারাই এএফপি’কে তাদের সম্প্রদায়ের লোকদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে, তবে তারা নিহতের সংখ্যা জানাতে রাজি হননি।


আরো সংবাদ



premium cement