২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে - ছবি : সংগৃহীত

সোমালিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় বালাদউয়েন শহরের এক রেস্টুরেন্টে এই বোমা হামলা করা হয়।

হামলায় আরো ২০ জন আহত হয়েছে বলে পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমদ সংবাদমাধ্যমকে জানান।

তিনি বলেন, বিস্ফোরণের ফলে ‘বিপুল ক্ষতি’ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকজনের খাওয়ার সময় ওই রেস্টুরেন্টের খোলা একটি অংশে এই বিস্ফোরণ হয়।

রাজধানী মোগাদিসু থেকে ৩৪০ কিলোমিটার দূরের এই শহরের পার্লামেন্টের আসনে ভোট শুরুর আগেই এই হামলা হলো।

হামলায় নিহতদের মধ্যে দুইজন ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার ও নির্বাচনে অংশ নেয়া একজন প্রার্থী আছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

হামলার জন্য উগ্রবাদী আল-শাবাব গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেছে। দলটি সোমালিয়ার সরকার পতনের জন্য চেষ্টা করে আসছে।

সোমালিয়ায় গত বছর ১ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন শুরু হয়। ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় নির্বাচন শেষের তারিখ পিছিয়ে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement