২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই ইসরাইলের সাথে সুদানের ঘনিষ্ঠতা

গণতন্ত্রের দাবিতে সুদানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা - ছবি : সংগৃহীত

মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের শঙ্কার মধ্যেই ইসরাইলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে সুদান। সম্প্রতি মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। এছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করারও ইঙ্গিত দিয়েছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বর্তমান মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। মূলত, সুদানের গনতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের দমন-পীড়নের জন্য ওই নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা ছিল। শনিবার ওই নিষেধাজ্ঞার বিষয়ে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভুল তথ্য পেয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা ও অন্যান্য যে হুমকি দেয়া হচ্ছে তার কোনো দরকার নেই। কারণ, তিনি নিজের উদ্যোগে নিহত বিক্ষোভকারীদের বিষয়ে তদন্ত করবেন।

একই সাথে ইসরাইলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করারও ইঙ্গিত দিয়েছেন সুদানের সামরিক শাসক। এ বিষয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, ইসরাইল ও সুদানের মধ্যে নিরাপত্তা বিষয়ক সহযোগিতার সম্পর্ক আছে। এ সম্পর্ক রাজনৈতিক নয়। ইসরাইলের সাথে এ সম্পর্কের মাধ্যমে সুদানের সন্দেহভাজন যোদ্ধাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সুদানে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে গত বছরের অক্টোবরে অভ্যুত্থান হওয়ার পর দেশটিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে গণতন্ত্রপন্থীরা। এ গণতন্ত্রপন্থী বিক্ষোবে অন্তত ৭৯ ব্যক্তি নিহত হয়েছে। সুদানে এ ধরনের অভ্যুত্থান ও বিক্ষোভকারীদের দমন-পীড়নের জন্য দেশটির বর্তমান সামরিক শাসকদের সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সুদানি কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দেয়া তথ্য অনুসারে দেশটিতে যে ৭৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন তার বিষয়ে পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল