আফ্রিকায় ১৭ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন ইইউ প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২
ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন গতকাল বৃহস্পতিবার আফ্রিকায় ১৭ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন।
সেনেগালের রাজধানী ডাকারে একটি সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সালকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
আগামী সপ্তাহে নির্ধারিত ইইউ-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে ভন ডার লেন সেনেগালে উপস্থিত রয়েছেন।
সেনেগাল বর্তমানে আফ্রিকান ইউনিয়নের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে।
ভন ডার লেন বলেন, এ তহবিল ইইউ-র গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাস্তবায়িত হওয়া প্রথম আঞ্চলিক প্যাকেজ হতে যাচ্ছে। গত বছরের শেষের দিকে এটি প্রথম ঘোষণা করা হয়েছিল। গ্লোবাল গেটওয়ে ২০২৭ সালের মধ্যে বিশ্বজুড়ে সরকারি এবং বেসরকারি অবকাঠামো প্রকল্পের জন্য ৩৪০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চায়।
ইইউর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজটিতে কোভিড-১৯ ভ্যাকসিন ও ভ্যাকসিন রোলআউটের জন্য ৪৮৮ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ থাকবে। ১.৭ বিলিয়ন স্বাস্থ্য সুরক্ষা প্রক্রিয়ায়, ফার্মাসিউটিক্যাল সিস্টেম ও উৎপাদন এবং স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য; যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার অবকাঠামোর জন্য প্রায় ৭০ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে।
ভন ডার লেন বলেন যে এগুলোসহ অন্যান্য বিনিয়োগ আগামী সপ্তাহের ইইউ-এইউ শীর্ষ সম্মেলনে আলোচনার ‘কেন্দ্রে থাকবে’, ‘কারণ এগুলো আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার মাধ্যম।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা