সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২১, ১৯:১০
সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবার সুদানের চিকিৎসকদের স্বতন্ত্র সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এক বিবৃতিতে এই তথ্য জানায়।
সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরসের বিবৃতিতে জানানো হয়, মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত এক কিশোর শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
১৬ বছর বয়সী ওই কিশোর বুধবার রাজধানী খার্তুমে এক বিক্ষোভে গুলিবিদ্ধ হয়।
বুধবার খার্তুমের ওই বিক্ষোভে পুলিশের গুলিতে ১৬ বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া আরো কয়েক শ' লোক আহত হয় জানায় সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস।
এদিকে বুধবারের বিক্ষোভে কোনো প্রকার তাজা গুলি ব্যবহারের বিষয়ে অস্বীকার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা 'স্বল্পমাত্রার শক্তি' ব্যবহার করেছে।
এই সময় এক বিক্ষোভকারী নিহত হন বলে জানান তারা।
সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে ২৫ অক্টোবর সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।
সামরিক বাহিনীর এই পদক্ষেপকে 'অভ্যুত্থান' হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়।
তবে জেনারেল বুরহান তার এই পদক্ষেপকে অভ্যুত্থানের বদলে 'গণতান্ত্রিক উত্তরণকে শোধরানোর' পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন।
সামরিক অভ্যুত্থানের জেরে বিশ্বজুড়ে সুদানে সামরিক বাহিনীর নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করে। এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্য পদ স্থগিত করে।
এদিকে ১১ নভেম্বর সুদানের অন্তর্বর্তীকালীন শাসন পরিচালনায় নিজের নেতৃত্বে নতুন সভরেইন কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন জেনারেল বুরহান। নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে এই কাউন্সিল শাসন পরিচালনা করবে।
এর আগে সেপ্টেম্বরে সুদানে এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। ২০১৯ সালে সুদানের সাধারণ জনতার বিক্ষোভের জের ধরে সামরিক বাহিনী দেশটির দীর্ঘকালীন শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে।
তখন থেকে সামরিক ও বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সভরেইন কাউন্সিল সুদানের শাসন পরিচালনা করে আসছিলো। ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা