২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকা থেকে ১০ লাশ উদ্ধার

লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকা থেকে ১০ লাশ উদ্ধার
লিবিয়া উপকূলে অভিবাসীদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা - ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই এক নৌকা থেকে ১০ লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে এই নৌকাটি লিবিয়া ছেড়ে গিয়েছিলো। মঙ্গলবার সংস্থাটির উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ওই নৌকা থেকে ৯৯ জনকে জীবিত উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বোঝাই এই কাঠের নৌকার নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।’

এতে বলা হয়, ‘১৩ ঘণ্টা সাগরে ভাসার পর এই ১০ ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।’

প্রতিবছরই উত্তর আফ্রিকা বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার লোক ইউরোপ পৌঁছানোর চেষ্টা করেন। দীর্ঘ এই সমুদ্রপথে নৌকাডুবিসহ বিভিন্ন কারণে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক বিপুল অভিবাসী প্রাণ হারান।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপজ্জনক এই পথে এক হাজার দুই শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে প্রাণ হারান আট শ’ ৫৮ জন।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement