২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শনিবার সুদানজুড়ে বিক্ষোভের প্রস্তুতি

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শনিবার সুদানজুড়ে বিক্ষোভের প্রস্তুতি
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে খার্তুমে এক বিক্ষোভ - ছবি : এএফপি

সুদানে ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। শনিবার রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন স্থানে এই বিক্ষোভের জন্য প্রস্তুতি চলছে।

এর আগে ২৫ অক্টোবর সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও তার মন্ত্রিসভাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরপরই দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে সুদানিরা।

শনিবার সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে ১০ লাখের বিক্ষোভ মিছিল বের করার বিষয়ে এর আগে ঘোষণা দিয়েছিলো অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা।

অধিকার কর্মী তাহানি আব্বাস বলেন, 'আমরা সামরিক বাহিনীর শাসনের অধীনে যেতে পারি না। এই বার্তাই আমরা দিতে চাচ্ছি।'

তিনি বলেন, 'সামরিক বাহিনী রক্তাক্ত ও অন্যায় পদক্ষেপ নিয়েছে এবং রাস্তায় কি হতে পারে তা আমরা আন্দাজ করছি।'

মোহাম্মদ নামের অপর এক অধিকার কর্মী বলেন, 'সামরিক বাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া এবং নেতৃত্ব হামদুকের হাতে ছেড়ে দেয়া উচিত।'

তিনি বলেন, 'আমাদের দাবি এক নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাষ্ট্র, আর কিছুই নয়।'

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবারের বিক্ষোভে সামরিক বাহিনীর প্রতিক্রিয়ার মাধ্যমে এর উদ্দেশ্যের পরখ করা যাবে।

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, সুদানের সামরিক বাহিনীর অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।

একইসাথে শান্তিপূর্ণ কোনো বিক্ষোভ সহিংসতার সাথে দমনের চেষ্টা 'অগ্রহণযোগ্য' বলে বিবেচিত হবে বলে জানান তিনি।

এছাড়া সুদানের জনগণের গণতন্ত্রের জন্য অসহিংস আন্দোলনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে সুদানে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ থাকায় বিক্ষোভকারীরা লিফলেট, এসএমএস, দেয়াল লিখন ও ছোট ছোট র‌্যালির মাধ্যমে শনিবারের বিক্ষোভে সুদানিদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন অভ্যুত্থানবিরোধী কর্মীরা।

এর আগে সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালী সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে সোমবার সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।

সামরিক বাহিনীর এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এ পর্যন্ত ১১ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়।

অপরদিকে বিশ্বজুড়ে সুদানে সামরিক বাহিনীর নিন্দা জানানো হচ্ছে। অভ্যুত্থানের জেরে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করেছে। এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্য পদ স্থগিত করে।

এর আগে গত মাসে সুদানে এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়।

২০১৯ সালে সুদানের সাধারণ জনতার বিক্ষোভের জের ধরে সামরিক বাহিনী দেশটির দীর্ঘকালীন শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে।

তখন থেকে সামরিক ও বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সভরেইন কাউন্সিল সুদানের শাসন পরিচালনা করে আসছিলো। ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement