২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা - ছবি : সংগৃহীত

শত্রুতামূলক আচরণের কারণে মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা প্রতিবেশী দেশ মরক্কোর বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগ আরোপ করেন। মঙ্গলবার আল-জাজিরার পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

পশ্চিম সাহারা ইস্যুতে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে দীর্ঘ দিন ধরে বৈরিতা রয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা বলেন, আজ থেকে মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। কারণ, মরক্কো কখনো আলজেরিয়ার সাথে শত্রুতামূলক আচরণ বন্ধ করেনি।

মঙ্গলবার থেকে মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা হলেও দু’দেশের মধ্যেকার দূতাবাসগুলো খোলা রাখা হবে জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে আলজেরিয়া বলেছে, মরক্কোর মদদপুষ্ট সন্ত্রসীরা আলজেরিয়ায় মারাত্মক দাবানলের ঘটনা ঘটিয়েছে।

ওই দাবানলের ঘটনায় ১০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। এছাড়া ৯০ বেসামরিক ব্যক্তি ও ৩০ আলজেরিয়ান সেনা ওই দাবানলের ঘটনায় মারা গেছেন।

সূত্র : আল-জাজিরা

 


আরো সংবাদ



premium cement
দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড

সকল