তিউনিসিয়ার রাজনৈতিক সঙ্কট নিরসনে আননাহদার কমিটি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ আগস্ট ২০২১, ২৩:৩৮
তিউনিসিয়ার রাজনৈতিক সঙ্কট নিরসনে আননাহদা একটি কমিটি গঠন করবে। তিউনিসিয়ার রাজনৈতিক সঙ্কট দূর করে দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এ কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আননাহদা দলের প্রধান রশিদ ঘানুশি। বৃহস্পতিবার তিনি এসব তথ্য দেন।
আননাহদা তাদের ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন, ২০২১ সালের ২৫ জুলাই তারিখে তিউনিসিয়ার প্রেসিডেন্টের নেয়া একতরফা সিদ্ধান্তের পর দু’সপ্তাহ হয়ে যাওয়ার পরও বিদ্যমান সমস্যার সমাধানে কোনো পরিকল্পনা পেশ করা হয়নি। যদিও তিউনিসিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে তিউনিসিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু করা হচ্ছে না।
তিউনিসিয়ার রাজনৈতিক সঙ্কট নিরসনে আননাহদা যে অস্থায়ী কমিটি দিবে তার প্রধান হবেন মুহাম্মদ আল-কুমানি। এ কমিটি তত দিন কাজ করবে যত দিন না বিদ্যমান সমস্যার সমাধান হবে। এ কমিটি তিউনিসিয়ার বর্তমান সমস্যার সমাধান খুঁজবে। এছাড়া আননাহদার এ কমিটি বোঝার চেষ্টা করবে যে কিভাবে দেশকে বর্তমান সঙ্কট থেকে বের করা যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করে আগের অবস্থায় ফেরা যায়।
আননাহদা দলের প্রধান রশিদ ঘানুশি এ বিষয়ে বলেন, এখানে একটি যৌথ প্রচেষ্টা থাকবে যাতে করে জাতীয় একতা ও সংবিধান অনুসারে বর্তমান সঙ্কট থেকে বের হওয়া যায়।
সূত্র : মিডলইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা