মরক্কোতে কূটনীতিক দফতর খুললো ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ আগস্ট ২০২১, ১৬:১৮
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে আনুষ্ঠানিকভাবে কূটনীতিক দফতর খুলেছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদের দেশটিতে সফরের শেষদিনে এই দফতরের উদ্বোধন করা হয়।
মরক্কোর রাজধানী রাবাতে ইসরাইলি কূটনীতিক লিয়েজন দফতর উদ্বোধনের সময় ইয়ায়ির লাপিদের সাথে মরক্কোর পররাষ্ট্র উপমন্ত্রী মহসিন জাযুলি উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুইদিনের সফরে মরক্কো আসেন লাপিদ। সফরের প্রথমদিন মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সাথে সাক্ষাত করেন তিনি। এই সময় মরক্কো-ইসরাইলের মধ্যে বিমান যোগাযোগ, দুই দেশের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া ও তরুণ গোষ্ঠী বিষয়ক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে রাজনৈতিক পরামর্শ বিষয়ক কৌশল প্রতিষ্ঠার বিষয়সহ মোট তিনটি চুক্তি স্বাক্ষর করেন তারা।
উত্তর আফ্রিকার বসবাসকারী বিপুল ইহুদি মরক্কোতে বাস করে। দেশটিতে বর্তমানে প্রায় তিন হাজার ইহুদি বাস করছে। অপরদিকে ইসরাইলে বসবাসকারী প্রায় সাত লাখ ইহুদি মরক্কোর বংশদ্ভুত।
মরক্কোর দীর্ঘ ইহুদি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে অসলো চুক্তির পর ১৯৯৩ সালে দেশটির সাথে ইসরাইলের নিম্ন পর্যায়ের কূটনীতিক সম্পর্ক ছিলো। কিন্তু ২০০০ সালে ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তেফাদা শুরুর পর ২০০৩ সালে এই কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে মরক্কো। সাথে সাথে রাবাতে ইসরাইলি কূটনীতিক লিয়েজন অফিস বন্ধ করে দেয়া হয়।
গত বছর ১৫ সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে পারস্য উপসাগরীয় দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জায়নবাদী ইসরাইলের সাথে কথিত ‘ইবরাহীমি চুক্তির’ মাধ্যমে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করে। পরে ১০ ডিসেম্বর এই চুক্তিতে যোগ দেয় মরক্কো।
মরক্কোর দক্ষিণে পশ্চিম সাহারা ভূখণ্ডের ওপর দেশটির দাবিকে ট্রাম্পের স্বীকৃতির পর রাবাত ‘ইবরাহীমি চুক্তিতে’ যুক্ত হতে সম্মত হয়।
তবে জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন জানিয়েছে, তারা পূর্বের ট্রাম্প প্রশাসনের পশ্চিম সাহারাকে মরক্কোর ভূখণ্ড হিসেবে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
মরক্কো ১৯৭৫ সালে ভূখণ্ডটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও জাতিসঙ্ঘ এর স্বীকৃতি দেয়নি।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা