২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়াকে গণতন্ত্রের পথে ফেরাতে সাইদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

কায়েস সাইদ - ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক স্যুলিভান তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের প্রতি তিউনিসিয়াকে শিগগির 'গণতন্ত্রের পথে' ফেরানোর জন্য রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার প্রেসিডেন্ট সাইদের সাথে দীর্ঘ এক ঘণ্টার ফোনালাপে তিনি এই আহ্বান জানান বলে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে স্যুলিভান তিউনিসিয়ার অর্থনীতি স্থিতিশীল করতে এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিগগির সরকার গঠনের সাথে সাথে নির্বাচিত পার্লামেন্টের যথাসময়ে কার্যকর হওয়ার বিষয়ে নিশ্চয়তার গুরুত্বের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে মৌলিক অধিকার, শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি প্রতিজ্ঞাভিত্তিক তিউনিসিয়ার গণতন্ত্রের প্রতি তার সমর্থন রয়েছে বলে জানান স্যুলিভান।

ফোনালাপের বিষয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট কায়েস সাইদের প্রতি দেশের রাজনৈতিক সংকটকে জটিলতার দিকে নিয়ে যাওয়া এড়াতে সংলাপের আহ্বান জানিয়েছে তিউনিসিয়ার বৃহত্তম রাজনৈতিক দল আননাহদা।

বিবৃতিতে বলা হয়, 'ক্ষমতার কেন্দ্রীকরণ সমস্যা সমাধানের সম্ভাব্য ও কার্যকর উপায় নয়। এর ফলে শুধু দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবিচারই বাড়বে।'

আননাহদা বিবৃতিতে প্রেসিডেন্টের প্রতি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার ও সাংবিধানিক বৈধতার শর্ত পূরণের সাথে সাথে সংকটের সমাধানে সংলাপ শুরু করার আহ্বান জানায়।

এর আগে ২৫ জুলাই করোনা পরিস্থিতিতে দেশটিতে সৃষ্ট দুর্যোগে আকস্মিক সরকারবিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ দুই বছর আগে নির্বাচিত পার্লামেন্ট ৩০ দিনের জন্য স্থগিত, প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও নিজের হাতে নির্বাহী ক্ষমতা নেয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন।

তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো এই আদেশকে 'সাংবিধানিক অভ্যুত্থান' বলে অভিযোগ করছে।

প্রেসিডেন্টের আদেশের জেরে ২৬ জুলাই দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আননাহদার প্রধান ও পার্লামেন্ট স্পিকার রশিদ গানুশিসহ দলীয় পার্লামেন্ট সদস্য ও সমর্থকরা রাজধানী তিউনিসে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। অপরদিকে প্রেসিডেন্ট কায়েস সাইদের সমর্থকরাও পার্লামেন্টের সামনে জড়ো হয়। এই সময় দুই পক্ষের মধ্যে পরস্পরের প্রতি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

অবস্থার পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। একইসাথে তিনজনের বেশি লোককে প্রকাশ্যে জমায়েত হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কীভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

সকল