২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

খার্তুমের রাস্তায় বিক্ষোভকারীরা - ছবি : এএফপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিকল্পনায় সুদানে অর্থনৈতিক সংস্কারের জেরে দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। বুধবার রাজধানী খার্তুমসহ সারাদেশে সরকারের পতন দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আইএমএফ সুদানকে দুই শ' ৫০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয়ার একদিন পরেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটিতে নতুন অর্থনৈতিক সংস্কারের আওতায় সরকার জ্বালানির ওপর থেকে ভর্তুকি উঠিয়ে দিতে সম্মত হয়। এর ফলে সুদানে জ্বালানির দাম বেড়ে দ্বিগুণ হবে।

রাজধানী খার্তুমের রাস্তায় শত শত বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এই সময় তারা 'আমরা চাই সরকারের পতন' এবং 'আইএএমএফের নীতিকে না বলুন' স্লোগান দেন।

পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের সাথে সংঘর্ষে বিক্ষোভকারীদের মধ্যে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খার্তুমের বিভ্ন্নি স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ৫২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

খার্তুমের পাশাপাশি উম্মু দুরমান, কাসালাসহ অন্য শহরগুলোতেও একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সুদানে ২০১৯ সালের আগস্ট থেকে সামরিক ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালের জুনে সুদানে গণবিক্ষোভের মুখে দেশটির দীর্ঘকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। পরে আগস্টে সামরিক ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আগামী ২০২২ সালের শেষে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে।

সুদানের অন্তর্বর্তীকালীন সরকার দ্বিধাবিভক্ত দেশকে একত্রিত রাখার জন্য চেষ্টা করছে এবং সাথে সাথে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক পুনর্নির্মাণে কাজ করে আসছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement