২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালিতে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৬ সেনার মৃত্যু, ১৫ শান্তিরক্ষী আহত

মালিতে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৬ সেনার মৃত্যু, ১৫ শান্তিরক্ষী আহত -

মালির যুদ্ধ বিধ্বস্ত সাহেল প্রদেশের মধ্যাঞ্চলে শুক্রবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মালির ৬ সেনা সদস্যের মৃত্যু হয়েছে এবং একই দিনে দেশটির উত্তরাঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হয়েছেন জাতিসঙ্ঘের ১৫ শান্তিরক্ষী।

জাতিসঙ্ঘ এক টুইটার বার্তায় জানায়, মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি অস্থায়ী ঘাটির কাছে গাড়ি বোমা হামলার পর সেখানে উদ্ধার অভিযান চলছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প ক্যারেনবার বলেছেন, শান্তিরক্ষীদের মধ্যে ১২ জন জার্মান নাগরিক, এদের তিনজন গুরুতর আহত হয়েছেন। তিনজনের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল।

তিনি এক বিবৃতিতে বলেন, একজনের সার্জারি চলছে, আহত সকলকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হচ্ছে। হামলায় বেলজিয়ামের এক সেনা আহত হয়েছেন।

মালিতে বিভিন্ন দেশের প্রায় ১৩ হাজার সৈন্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। মালিতে ২০১২ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement