বোকো হারাম প্রধান শেকাউয়ের মৃত্যু নিশ্চিত করলেন নতুন নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২১, ১৯:০৬
নাইজেরিয়ায় বোকো হারামের প্রধান আবুবাকার শেকাউ গত মাসে মারা গেছেন। বোকো হারামের নতুন নেতা বাকুরা মদু একটি ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
একটি সংক্ষিপ্ত ভিডিওতে বোকো হারামের শীর্ষ নেতা বাকুরা মদু (যিনি সাহাবা নামেও পরিচিত) আবুবাকার শেকাউয়ের মারা যাওয়ার পরও এ সংগঠনটির কমান্ডারদের অনুগত থাকার আহ্বান জানান।
আবুবাকার শেকাউয়ের মৃত্যুতে নাইজেরিয়ার বর্তমান সঙ্ঘাতের গতিপ্রকৃতি বদলে যাবে বলে মনে করা হচ্ছে। যদিও ‘ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিওএপি) বর্তমানে নাইজেরিয়ার উত্তর-পূর্বের সবচেয়ে শক্তিশালী গেরিলা দল বলে আখ্যা পাচ্ছে তবু এ ঘটনার একটি আলাদা গুরুত্ব আছে বলে ধারণা করা হচ্ছে।
ওই সংক্ষিপ্ত ভিডিওটি ফরাসি বার্তাসংস্থা এএফপির কাছে সরবরাহ করা হয়েছে। বোকো হারামের একটি ঘনিষ্ঠ সূত্র এ ভিডিওটি এ বার্তাসংস্থাকে দিয়েছে। ওই সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল এ দেশটিতে উগ্রপন্থী দলগুলো নিজেদের মধ্যেই মারামারি শুরু করেছে।
২০১৪ সালে ৩০০ স্কুলছাত্রীকে অপহরণ করে কুখ্যাতি পাওয়া বোকো হারাম প্রধান আবুবাকার শেকাউ গত মাসে আত্মহত্যা করেন। বোকো হারামের একটি অংশ ইসলামিক স্টেট বা আইএসের প্রতি আনুগত্য দেখিয়ে আলাদা হয়ে যায়। পরে ইসলামিক স্টেটের অনুগত দলগুলো নাইজেরিয়ার বর্নো প্রদেশে অবস্থিত বোকো হারামের ঘাঁটিতে হামলা করলে আবুবাকার শেকাও আইএসের কাছে আত্মসমর্পণ করার বদলে আত্মহত্যা করেন বলে নাইজেরিয়ার নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছে।
বোকো হারামের নেতা আবুবাকার শেকাউকে মেরে ফেলার বিষয়ে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী অনেকবার প্রতিবেদন প্রকাশ করে। পরে দেখা যায় তিনি বেঁচে আছেন। এভাবে আটক বা হত্যার জন্য নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর অনেকগুলো অভিযান ব্যর্থ করে দেয়ায় তিনি ‘অদম্য’ বলে পরিচিতি পান।
এভাবে বারবার বেঁচে যাওয়ার পর অবশেষে নিজ দলের একটি খণ্ডিত অংশের সাথে যুদ্ধের সময় মারা যান তিনি।
সূত্র : ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা