২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিম সাহারা ইস্যু : মরক্কোর সামরিক অনুশীলনে যোগ দেয়নি স্পেন

পশ্চিম সাহারা ইস্যু : মরক্কোর সামরিক অনুশীলনে যোগ দেয়নি স্পেন - ছবি- সংগৃহীত

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মরক্কোর অধিকৃত অঞ্চল পশ্চিম সাহারায় অনুষ্ঠিতব্য সামরিক অনুশীলনে যোগ না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ সামরিক অনুশীলনটি ৭ থেকে ১৮ জুনের মধ্যে পশ্চিম সাহারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্পেন মনে করে, এ সামরিক অনুশীলনে যোগ দিলে মরক্কোর পশ্চিম সাহারা অধিগ্রহণকে স্বীকৃত দেয়া হবে।

এল পাইস সংবাদপত্র এ সামরিক অনুশীলনের বিষয়ে বলেছে, ‘স্পেনের সেনাবাহিনী আফ্রিকান লায়ন-২১ নামের এ সামরিক অনুশীলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। মরক্কো এ সামরিক অনুশীলনটি প্রতি বছর আয়োজন করে থাকে। প্রতিবছর বেশ কয়েকটি দেশ এ সামরিক অনুশীলনটিতে অংশ নেয়।’

সরকারের বিভিন্ন সূত্র এল পাইস সংবাদপত্রকে বলেছে, ‘স্পেন অধিকৃত পশ্চিম সাহারায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইউনাইটেড স্টেট আফ্রিকা কমান্ডের (আফ্রিকম) সামরিক অনুশীলনে যোগ দিচ্ছে না। এর মূল কারণ হচ্ছে, এটা কোনো ঘোষিত বাজেটের সাথে সম্পর্কিত বিষয় নয়। স্পেন প্রতিবছর এ সামরিক অনুশীলনে অংশ নেয়। এবার এ সামরিক ড্রিলটি মরক্কোর অধিকৃত পশ্চিম সাহারায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় তারা এ বিষয়টিকে বয়কট করেছে।

স্পেন স্পষ্টতই এ সামরিক অনুশীলনে কোনো সামরিক পরিদর্শক পাঠাবে না। আরো ২০ দেশ এ সামরিক অনুশীলনে কোনো সামরিক সদস্য পাঠায়নি। স্পেনের সরকার বিশ্বাস করে, এ সামরিক অনুশীলনে স্প্যানিশ সৈন্যদের উপস্থিতি তাদের সাবেক উপনিবেশের ওপর মরক্কোর দখলদারিত্বকে স্বীকৃতি দেবে।

স্পেনের এ সামরিক অনুশীল বয়কটের ঘটনা তখনই ঘটল যখন স্পেন ও মরক্কোর মধ্যে কূটনীতিক সঙ্কট চলছে। বাদশাহ শাসিত মরক্কো মূলত স্পেনের পশ্চিম সাহারা নীতিকে নড়েবড়ে করে দেয়ার চেষ্টা করছে। মরক্কো স্পেনের অভ্যন্তরীণ বিষয়েও স্থক্ষেপ করছে। এ ছাড়া স্পেনকে রাজনৈতিক ও কূটনীতিকভাবেও আক্রমণ করছে এ পশ্চিম সাহারার বিষয়ে। পশ্চিম সাহারার প্রেসিডেন্ট ব্রাহিম ঘালিকে স্পেনে চিকিৎসাসেবা নেয়ার সুযোগ দেয়ার পর থেকে এ খারাপ সম্পর্কের সূচনা হয়।

সূত্র : মিডলইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement