তানজানিয়ায় প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে নিহত ৪৫
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২১, ২০:৫০
তানজানিয়ায় প্রেসিডেন্ট জন মাগুফুলিকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে নিহত হয়েছেন ৪৫ জন। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। দেশটির বন্দরনগরী দারুস সালামে গত ২১ মার্চের এ ঘটনায় তখন পাঁচজন নিহতের কথা ঘোষণা করা হয়েছিল।
দারুস সালামের পুলিশ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে তখন অক্সিজেন স্বল্পতায় অনেকের মৃত্যু হয়।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, দারুস সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা বলেন, ‘এটা সত্য যে, পদদলিত হয়ে ও ভিড়ের ভেতর দম না নিতে পেরে সেখানে ৪৫ জন নিহত হয়েছে।’
‘এ ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছিলেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং পরে ছাড়া পায়,’ বলেন তিনি।
তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক জনতা অনির্ধারিত গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তখন পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে, তারা একই পরিবারের সদস্য। এদের মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।
এ বিষয়ে পুলিশ ২৩ মার্চ বিস্তারিত তথ্য দেয়ার কথা জানালেও পরে কোনো কারণ ছাড়াই তা বাতিল করা হয়।
আফ্রিকার যে কজন নেতা কোভিড-১৯কে অস্বীকার করেছে তার মধ্যে মাগুফুলি অন্যতম। গত শুক্রবার তাকে সমাহিত করা হয়। সরকার পক্ষ থেকে বলা হয়, হৃদরোগে মৃত্যু হয়েছে ৬১ বছর বয়সী মাগুফুলির। তবে বিরোধী দল বলছে, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
সমাহিত করার আগে মাগুফুলির কফিন বেশক’টি শহরে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয়। ১৭ মার্চ তিনি মারা যান।
মাগুফুলির মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট হন তার সময়ে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সুলুহু হাসান। তিনিই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
সূত্র : দ্য গার্ডিয়ান, আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা