২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইকুয়াটোরিয়াল গিনিতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৬ শতাধিক

ইকুয়াটোরিয়াল গিনিতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৬ শতাধিক - ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে সেনা ব্যারাকের কাছে ডিনামাইট বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় শতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে দেশটির বাটা শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নগেমা এমবাছোগো এক বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘সেনা ব্যারাকের পাশে ডিনামাইটের সংরক্ষণাগারে অবহেলার কারণেই ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

বিস্ফোরণের সময় ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গোটা এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ধ্বংসস্তুপে চাপাপড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতেও এমন চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এ দিকে একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহী, তারা যেন যোগাযোগ করেন। এ ছাড়াও গুরুতর ও খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement