সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২০
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মার্চ ২০২১, ১১:৩৮, আপডেট: ০৬ মার্চ ২০২১, ১২:২৩
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী এক গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মোগাদিসুর বন্দরের কাছাকাছি এক রেস্টুরেন্টের বাইরে এই হামলা করা হয় বলে জানায় দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ।
বিস্ফোরনের স্থান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় এএএমআইএন অ্যাম্বুলেন্সের ডা. আবদুল কাদের আদেন বলেন, ‘এই পর্যন্ত বিস্ফোরণের স্থান থেকে আমরা ২০ জনের লাশ ও আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করেছি।’
লুল ইয়েমেনি নামের ওই রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী আহমদ আবদু্ল্লাহি রয়টার্সকে বলেন, ‘প্রচণ্ড গতিতে একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্টুরেন্টে আঘাত করে বিস্ফোরিত হয়। আমি রেস্টুরেন্টেই যাচ্ছিলাম কিন্তু বিস্ফোরণের কম্পন ও পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ফিরে আসি।’
সোমালিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসুতে জানানো হয়, বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্থানটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা