২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লিবিয়ার রাজধানীতে বিশাল বিস্ফোরণ

- ছবি : সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লোকজন জানিয়েছেন, রাজধানীর সব জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।

লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করেছে। এরপর এই বিস্ফোরণ ঘটলো।

লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল যে, প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন। কিন্তু গত ২৩ আগস্ট হাফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেন।

খলিফা হাফতারের প্রতি সমর্থন দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও জর্দান। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে হাফতার বাহিনী লিবিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। পার্সটুডে


আরো সংবাদ



premium cement