আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০২০, ১৫:৩০
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সর্বশেষ পোলিও শনাক্ত হওয়ার চার বছর পরে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে।
হু এক বিবৃতিতে আফ্রিকান দেশগুলোর সরকার, দাতা, সম্মুখ সারির স্বাস্থ্য কর্মী এবং কমিউনিটির নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, এরফলে মহাদেশটির ১৮ লাখ শিশু গোটা জীবনের পঙ্গুত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রিয়েসাস মানব হিতৈষী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গ্রীনিচ মান সময় ১৫০০টায় এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
“সবার জন্য এটি আনন্দদায়ক । আমার ৩০ বছরের চেষ্টায় এটা অর্জন করেছি।”
নাইজেরিয়ার ডাক্তার এবং রোটারী ইন্টারন্যাশনালের পোলিও নির্মূল কার্যক্রমের স্থানীয় সমন্বয়ক তুনজি ফানসহু একথা উল্লেখ করে বলেন, বিশ্ব থেকে পুরোপুরি পোলিও সংক্রমন নির্মূলে এটি একটি জরুরি পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা