করোনা : দক্ষিণ আফ্রিকায় আগাম ১৫ লাখ কবর খনন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুলাই ২০২০, ১৬:৪৭
করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দক্ষিণ আফ্রিকায় ১৫ লাখ আগাম কবর খনন করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সম্ভাব্য মৃত্যুর কথা ভেবেই এই কবরগুলো খনন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির গৌতেং প্রদেশের কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য প্রতিনিধি ডা. বান্দিল মাসুকু বলেছেন, কবরগুলো প্রস্তুত করা হচ্ছে। তবে আমরা আশা করছি এগুলোর প্রয়োজন হবে না।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা দক্ষিণ আফ্রিকাতে বেড়েই চলেছে। আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকায় সবথেকে বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
মাসুকু দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টিং সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনভাইরাসের একটি বড় ধাক্কা সামনে আসতে যাচ্ছে। তিনি ধারণা করছেন, আগস্টের মাঝামাঝি অবধি পরিস্থিতির এই অবনতি বজায় থাকবে। তবে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ ও নিয়ম মেনে চললে সেপ্টেম্বর নাগাদ তীব্রতা কমিয়ে আনা যেতে পারে।
মাসুকু বলেন, ১০ শতাংশ মানে গৌতেংয়ের প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে, তাই এর প্রস্তুতি নিয়ে রাখা ভালো। করোনায় মৃতদের কবরে এখন পৃথকভাবে নাম ফলক দেয়া হচ্ছে না। এর পরিবর্তে করোনাভাইরাসে মৃতদের সবার নাম দিয়ে একটি বড় ফলক বানানো হবে বলেও জানান তিনি।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত দুই লাখ ২৪ হাজার ৬৬৫ ও মারা গেছে্ন তিন হাজার ৬০২ জন। সূত্রঃ ফোর্বস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা