নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তাবাহিনীর ১৪ সদস্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৫, আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৭
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নির্বাচন কর্মকর্তাদের একটি দলকে পাহারা দেয়ার সময় সন্ত্রাসী হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী নিয়ামি থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় সানাম গ্রামে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর এই হামলা চালায় বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালেও, নিহত সন্ত্রাসীদের সংখ্যা জানা যায়নি। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। বুরকিনা ফাসো এবং মালির পাশাপাশি সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার সেনাবাহিনীর ওপরও বেশ কিছু প্রাণঘাতী হামলা হয়েছে।
সূত্র : ইউএনবি