২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালিতে ভবন ধসে নিহত ১৫

ধসে পড়া ভবন - ছবি : সংগৃহীত

মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে ১৫ জন নিহত হয়েছেন। সরকারি ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।

রোববার ভোররাতের আগে ভবনটি ধসে পড়ে। সেখান থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রায় চার বছরের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।

জন নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের ভিতর থেকে আরেকজনকে (নারী) জীবিত উদ্ধার করেছে। এদিকে ভবনের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভবনটির উপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙ্গে যায়।

মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় এ ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।


আরো সংবাদ



premium cement