২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে ১৩ বিক্ষোভকারী নিহত

-

সুদানে সেনাবাহিনীর শাসনের বিরুদ্ধে বিক্ষোভকালে সোমবার অন্তত নয় জন নিহত হয়েছে। সোমবার আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের প্রধান কার্যালয় থেকে তাদের সরিয়ে দিতে গেলে সঙ্ঘর্ষ হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে বলে জানা যায়।

এক বিবৃতিতে সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়শন বলেছেন, সরকারের অনুগত মিলিশিয়ারা কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর হামলা চালায়।

সুদানে দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরের ক্ষমতাচুতির পর দেশটির নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে। দীর্ঘবিক্ষোভের পর বশির পদত্যাগ করলেও দেশটিতে গণতন্ত্র ফিরেনি। জনতা এখন গণতান্ত্রিক শাসনের দাবিতে সেনা সদর দফতরের সামনে বিক্ষোভ করছে।


আরো সংবাদ



premium cement