২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্যাবনে এক পরিবারের ৫০ বছরের শাসনের অবসান!

গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো - ছবি : বিবিসি

পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর একদল জুনিয়র অফিসার দাবি করেছেন তারা দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেছেন। তেলসমৃদ্ধ এ দেশটি আলি বঙ্গোর পরিবার দীর্ঘ ৫০ বছর ধরে শাসন করে আসছে।

সৈন্যরা বলছে, তারা ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ করতে এ উদ্যোগ নিয়েছেন।

তারা স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় জাতীয় রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নেয় এবং ‘জাতীয় পুনঃপ্রতিষ্ঠা কাউন্সিলের’ ঘোষণা করে একটি ছোট বিবৃতি দেয়।

দেশটির রাজধানী লিব্রেভিলের রাস্তায় ট্যাংক ও অস্ত্রশস্ত্রসজ্জিত যান দেখতে পাওয়া যায়।

বাবা ওমর বঙ্গোর কাছ থেকে ২০০৯ সালে ক্ষমতা পান আলি বঙ্গো। ২০১৬ সালে সহিংসতা ও প্রতারণার অভিযোগপূর্ণ একটি নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন।

মি. বঙ্গো গত অক্টোবরে স্ট্রোকে আক্রান্ত হয়ে দুই মাস ধরে মরক্কোতে চিকিৎসাধীন আছেন।

সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন করেছে।

উল্লেখ্য, পার্শ্ববর্তী ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোতেও প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বিক্ষোভ-সহিংসতা বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement

সকল