২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কফি আনানের প্রতি শ্রদ্ধা জানাতে ঘানায় বিশ্ব নেতারা

কফি আনানের প্রতি শ্রদ্ধা জানাতে ঘানায় বিশ্ব নেতারা - সংগৃহীত

জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনানের লাশের জন্য করা শেষ অনুষ্ঠান বৃহস্পতিবার তার জন্মভূমি ঘানায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের সাবেক ও বর্তমান নেতারা অংশ নিচ্ছেন। 

সম্মানিত এ কূটনীতিকের প্রতি শ্রদ্ধা জানাতে ঘোষিত তিনদিনের জাতীয় শোক পালন শেষ হওয়ার মধ্যদিয়ে আক্রা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তার এ অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে।

আনান ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসঙ্ঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন অসুস্থ থাকার পর সুইজারল্যান্ডে তার বাসভবনে গত ১৮ আগস্ট মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

জাতিসঙ্ঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ঘানার তথ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ আইভরিকোস্টের প্রেসিডেন্ট এবং লাইবেরিয়া, নামিবিয়া, ইথিওপিয়া, নাইজার ও জিম্বাবুয়ের নেতারা বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে তাদের অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো এ অনুষ্ঠানকে তাদের দেশের জন্য একটি বড়ো ধরণের ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি আনানকে এই প্রজন্মের অনেক বিখ্যাত লোকের অন্যতম হিসেবে বর্ণনা করেন।

কফি আনানের কফিন জেনেভা থেকে দেশে আনার পর ঘানার সাধারন জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে গভীর শ্রদ্ধা জানান।

কফিনটি লাল, সবুজ ও সোনালী রঙের পতাকা দিয়ে মোড়ানো রয়েছে। আনুষ্ঠানিক পোশাকে সামরিক বাহিনীর সদস্যরা কফিনটি ঘিরে রাখে।


আরো সংবাদ



premium cement