কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ফেরি নদীতে ডুবে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
শনিবার গভীর রাতে বুসিরা নদীতে এই ফেরিডুবি ঘটে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনজেন্দের। শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরির যাত্রীদের বেশিভাগই ব্যবসায়ী ছিলেন। বড়দিন উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।
ইনজেন্দের বাসিন্দা এনডোলা কাদ্দির জানিয়েছেন, ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিল।
তবে এই ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। উদ্ধার অভিযান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
কঙ্গোর কর্মকর্তারা প্রায়ই নৌকা বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য সতর্ক করে থাকেন। এই ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনার চার দিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরিডুবে ৩৮ জনের প্রাণ গেল।
এর আগে গত অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে কয়েক শ’ যাত্রী নিয়ে একটি নৌকাডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা