১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

স্বাস্থ্যসেবার নতুন মহাপরিচালক নাজমুল হোসেন

অধ্যাপক ডা: মো: নাজমুল হোসেন - ছবি : সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা: রোবেদ আমিনকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলে স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা বিভাগের মহাপরিচালক বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা: মো: নাজমুল হোসেনকে (সুমন) তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো: আবু রায়হান দোলন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

পতিত আওয়ামী সরকারের নিয়োগকৃত মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমকে সরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই অধ্যাপক রোবেদ আমিনকে স্বাস্থ্যসেবা বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় অধ্যাপক রোবেদ আমিন স্বাস্থ্যসেবা বিভাগের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে গত ১৮ আগস্ট অধ্যাপক রোবেদ আমিনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। কিন্তু তার এ নিয়োগের বিরুদ্ধে প্রথম দিন থেকেই আন্দোলন করে আসছিলেন গত ১৬ বছর ধরে নির্যাতিত ও পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা। অবশেষে আজ অধ্যাপক রোবেদ আমিনকে সরিয়ে কোথায় দেয়া হয়েছে অথবা তাকে ওএসডি করা হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, অধ্যাপক নাজমুল হোসেনকে (সুমন) বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়।

 


আরো সংবাদ



premium cement