১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। - ছবি : ইউএনবি

মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে ৪১তম বিসিএস পুলিশের সহকারী পুলিশ সুপারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন,‘পুলিশের দায়িত্ব পালন একটি চ্যালেঞ্জিং পেশা এবং ভবিষ্যতের পুলিশের দায়িত্ব পালন করা হবে জ্ঞান-বিজ্ঞানভিত্তিক। এ পেশা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।’

নবীন পুলিশদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,‘রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বছরব্যাপী প্রশিক্ষণ চলাকালে অপরাধ দমনে আধুনিক কলাকৌশল, গোয়েন্দা তথ্য ও অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ মিলবে।’

উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীনদের গভীরভাবে প্রশিক্ষণে মনোনিবেশ করার আহ্বান জানান আইজিপি।

অপরাধের প্রকৃতি ও ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে আইজিপি বলেন,‘প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা অপরাধ উদঘাটন ও অপরাধীদের বিচারের আওতায় আনার সক্ষমতা প্রমাণের চেষ্টা করবেন।’

বিসিএসের ৪১তম ব্যাচ থেকে মোট ১০০ জন পুলিশের এএসপি হিসেবে যোগ দিয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী চারজন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement