এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ও এপ্রিলের বেতন ব্যাংকে
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ মে ২০২১, ১৩:২৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে এপ্রিল (২০২১) মাসের এমপিওর চেকও ছাড় করা হয়েছে। ৮ মে বেতন-ভাতা তোলার শেষ দিন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওয়েবসাইট http://emis.gov.bd/emis থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
রোববার অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আটটি চেক হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা