গণঅভ্যুত্থানে সহিংসতার ছবি-ভিডিও আহ্বান করেছে পুলিশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের ডিজিটাল প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আন্দোলনের সময় মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে [andolonerchobi.police.gov.bd] আপলোডের আহ্বান জানানো হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারণ করা যেকোনো প্রাসঙ্গিক স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা যাবে।
একটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে ছবি বা ভিডিও আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, যা নিশ্চিত করার পরই আপলোড সম্পন্ন হবে। আপলোড করা ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।