০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

আইন মন্ত্রণালয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে

- ফাইল ছবি

আইন মন্ত্রণালয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে মাধ্যমে হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করতো। ম্যানুয়ালি এ কাজ সম্পাদনের ফলের জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। তা নিরসনে এ কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইন হচ্ছে। এতে করে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে।’

এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক বিদেশে ব্যবহৃত ডকুমেন্ট অ্যাপোস্টিল পদ্ধতিতে (অনলাইনের মাধ্যমে) সত্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

বিদেশে ব্যবহৃত ডকুমেন্ট প্রথমে নোটারি পাবলিক বা প্রযোজ্য ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সত্যায়ন সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করে অ্যাপোস্টিল পদ্ধতিতে (অনলাইনে মাধ্যমে) সত্যায়নে www.mygov.bd লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হয়। অতঃপর সব ডকুমেন্টের হার্ডকপি রুম নং ১১১২, সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকায় দাখিল করতে হয়।

আইন ও বিচার বিভাগের সহকারী সচিব মো: আযিযুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিদেশে ব্যবহৃত ডকুমেন্টস সত্যায়নে এত দিন ম্যান্যুয়াল পদ্ধতি চালু থাকায় নানা ভোগান্তির শিকার হতে হতো। অনলাইনে সত্যায়ন পদ্ধতি চালু করায় এখন সময় ও অর্থের সাশ্রয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বেরোবিতে ১৬ জুলাই আবু সাঈদ দিবস পালনের ঘোষণা ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে : সালাউদ্দিন টুকু লন্ডনে তারাবি পড়াবেন বাংলাদেশী হাফেজ কামরুল আলম স্কুলগামী শিক্ষার্থীদের দ্বীন শেখার ফলপ্রসূ মাধ্যম আফটার স্কুল মক্তব : মাওলানা মাহফুজুল হক ইসলামের দাওয়াত দেয়া কি আমাদের অপরাধ : শিবির সভাপতি গাজীপুরে ছাত্রদের ওপরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল, মহাসড়ক অবরোধ শাহজাদপুরে বিএনপি নেতা সরোয়ার ও তার সমর্থকদের ওপর হামলা, আহত ২০ রুয়েটে প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দৈনিক নয়া দিগন্তের প্রধান সিটি এডিটর আশরাফুল ইসলামকে সংবর্ধনা আমদানি কমলেও বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় বেড়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে `সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সকল