০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

বরখাস্ত কর্মকর্তা ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

তাপসী তাবাসসুম ঊর্মি - ছবি : বিবিসি

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করা হয় এজাহারে।

ওই সময়ে মিজ ঊর্মি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।

একদিন পর তাকে সাময়িক বরখাস্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement