খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলাবার দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
খন্দকার মোশাররফ হোসেনে আওয়ামী সরকার আমলে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ মামলার গুরুত্বপূর্ণ রেকর্ড পত্র বিনষ্টসহ অনুসন্ধানকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক। সূত্র : বাসস