২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা - ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীরতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন ও গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঢাকা মহানগর এলাকায় যানবাহনের চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের চালকগণ প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করেন। এছাড়া অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চ মাত্রার হর্ন ব্যবহার করেন। ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ -এর ধারা ৪৫ -এর বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির নিকটে এবং এয়ারপোর্ট ক্রসিং এলাকায় কোন রকম হর্ন ব্যবহার না করার নির্দেশনা আছে।

এছাড়া অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সার্ভিসের গাড়িসমূহে জরুরি কাজ ব্যতীত চলাচলের সময় হর্ন বা হুটার ব্যবহার করেন। এমতাবস্থায় অপ্রয়োজনে এবং নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটার না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে কতিপয় যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮ -এর ধারা ৪০ -এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ক্ষেত্রে দেখা যায় পথচারীগণ রাস্তা পারাপারে প্রায় সময়ই জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হন। যত্রতত্র রাস্তা পারাপার হলে দুর্ঘটনা ঘটে, যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। সুতরাং পথচারীগণকে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোন মটরযান চালক/পথচারীগণ উল্লিখিত বিষয়সমূহ পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
সূত্র : ডিএমপি নিউজ


আরো সংবাদ



premium cement