০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
থাকছে পুনর্বিবেচনার সুযোগ

৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার

গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন - ফাইল ছবি

৪৩তম বিসিএস থেকে ২২৭ জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সাময়িক নিয়োগের জন্য অনুপযুক্তদের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ জানুযারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মো: উজ্জল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় গত বছরের জানুয়ারিতে দু’ হাজার ১৬৩ প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে, গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেয়া তথ্যের ভিত্তিতে ৫৯ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে বাদ দিয়ে দু’ হাজার ৬৪ জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমালোচনা এড়াতে ‘ক্লিন ইমেজ’ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে আগে সুপারিশকৃত দু’ হাজার ১৬৩ প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর মাধ্যমে আবার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এনএসআই ও ডিজিএফআই-এর প্রতিবেদনে ২২৭ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। এ কারণে তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত হয়।

পরে গত ৩০ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে এক হাজার ৮৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে, পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে বেতনভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ পাবনায় টুকুর জামিন নামঞ্জুর জুতা ও ডিম নিক্ষেপ! তামিম-মুশফিকে জিতল বরিশাল পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সুমন গ্রেফতার ওয়ারী ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ ফেব্রুয়ারি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ফুরফুরা শরিফের পীরের ওফাত দিবস আজ মৃত্যুবার্ষিকী : আবু জাহীদ কাদরী মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত : নোবিপ্রবি ভিসি জনতার তোপের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম ডুলাহাজারা সাফারি পার্কে মা হারা দুই দিনের হাতির শাবক

সকল