২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী : আইএসপিআর

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী : আইএসপিআর - ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ‘কিলো ফ্লাইট’র বীর সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর শাহীন হলে বিমান বাহিনী প্রধান তাদের এই সংবর্ধনা দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্ত:বাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের অবদান জাতি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মোট ২৯ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে 'কিলো ফ্লাইট'-এর সদস্য ও তাদের উত্তরসূরিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা/তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইট সদস্য/তাদের উত্তরাধিকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের ময়দানে মাত্র তিনটি বিমান নিয়ে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এমনকি অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত।

পরিচালন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

বিমান বাহিনী প্রধান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন।

মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের আত্মত্যাগ ও অবদান বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সকল সদস্যের কাছে প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল