সরানো হলো জাহাঙ্গীরকে, বিএলআরআই’র নতুন ডিজি শাকিলা
- নিজস্ব প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ১৯:০১
অবশেষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হলো ড. এস এম জাহাঙ্গীর হোসেনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিএলআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. শাকিলা ফারুক।
রোববার (১০ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিএলআরআই’র পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত ড. শাকিলা ফারুককে মহাপরিচালক পদে সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। একইসাথে ড. এসএম জাহাঙ্গীর হোসেন তার মূল পদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার (সিএসও) দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩০ অক্টোবর ‘চলছে রাজা-রানীর শাসন, স্বামী মহাপরিচালক একমাত্র পরিচালক তার স্ত্রী’ শীর্ষক খবর প্রকাশিত হয় দৈনিক নয়া দিগন্তে। এতে বলা হয়, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক স্বামী, একই প্রতিষ্ঠানের একমাত্র পরিচালক তার স্ত্রী। গবেষণা প্রতিষ্ঠানটির পাঁচজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) বা তৃতীয় গ্রেডের পদ রয়েছে। তার মধ্যে আছেন দু’জন; তারাও এই স্বামী-স্ত্রী। ২০২১ সালের নভেম্বরে পতিত স্বৈরাচারের সময় বিএলআরআই’র ডিজি হিসেবে নিয়োগ পান ড. এস এম জাহাঙ্গীর হোসেন। ডিজি নিয়োগের পর তার স্ত্রী ড. নাসরিন সুলতানা পান পরিচালকের (গবেষণা) রুটিন দায়িত্ব। গত ৫ আগস্ট স্বৈরশাসনের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার তিন মাস শেষ হওয়ার পথে; কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন নিয়োগবাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়া দলবাজ ডিজি জাহাঙ্গীর হোসেন। শেখ হাসিনার পতনের পর চেষ্টা করছেন নিরপেক্ষ সাজার। সহকর্মীদের গর্ব করে বলে বেড়াচ্ছেন, আমি যদি ডিজি না থাকি, সমস্যা কী? কোনো কারণে আমাকে সরিয়ে দেয়া হলে আমার স্ত্রী (ড. নাসরিন সুলতানা) হবে পরবর্তী ডিজি। ডিজির পদ তো ঘরেই থাকবে।
দৈনিক নয়া দিগন্তে এই খবর প্রকাশের পর মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষিত হয়। অবশেষ রোববার ড. এসএম জাহাঙ্গীর হোসেনকে সরিয়ে গ্রেডেশনে তিন নম্বরে থাকা (স্বামী ও স্ত্রী ১ ও ২ নম্বর) ড. শাকিলা ফারুককে মহাপরিচালকের সাময়িক দায়িত্ব প্রদান করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা