০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সিঅ্যান্ডএফ এজেন্ট সংযুক্তি প্রক্রিয়ায় এনবিআরের ৬ কর্মকর্তাকে নিযুক্ত

সিঅ্যান্ডএফ এজেন্ট সংযুক্তি প্রক্রিয়ায় এনবিআরের ৬ কর্মকর্তাকে নিযুক্ত - ছবি : নয়া দিগন্ত

আমদানিকারকদের সিঅ্যান্ডএফ এজেন্টদের সংযুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছয় কর্মকর্তাকে নিযুক্ত করেছে।

কর্মকর্তারা হলেন ফরহাদ খান পাঠান, রাজীব দাস, মোতারিফ, হাবিবুল ইসলাম, রুহুল আমিন ও শামসুন নাহার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত ও জালিয়াতি রোধে বাংলাদেশ কাস্টমস এজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সাথে যুক্ত করার প্রক্রিয়া চলছে।

বর্তমানে আইএম-৪-এর আওতায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্ট মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ করতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অফিস, কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন, সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও আইটি কর্মকর্তাদের আবেদনপত্র অপারেশন ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদনক্রমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রামের কাস্টম হাউস, ঢাকার কাস্টম হাউস, বেনাপোলের কাস্টম হাউস এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা ও সিলেটে দায়িত্বরত আইটি কর্মকর্তাদের অন্য অফিসে বদলির ফলে আমদানিকারকের নির্ধারিত সিঅ্যান্ডএফ এজেন্টের সাথে সংযুক্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাংলাদেশ কাস্টমস এজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রয়োজনীয় প্রবেশাধিকার গ্রহণ করবেন এবং আইএম-৪ এর আওতায় আমদানিকারক প্রতিষ্ঠানের আবেদন অফিসের অপারেশন ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সিস্টেম ব্যবস্থাপনার প্রক্রিয়া গ্রহণ করবেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক

সকল