০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

পিএসসিতে আরো ৫ সদস্য নিয়োগ

- প্রতীকী ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন আরো পাঁচ বিশিষ্টজন। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সদস্য পদে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো: জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনে এ সরকার। অনেককে বাধ্যতামূলক অবসর, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়। কোনো কোনো পদের কর্মকর্তারা পদত্যাগ করেন।

গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

একই সাথে ওইদিন মো: সুজায়েত উল্লাহ, ড. মো: নাজমুল আমিন মজুমদার, ড. মো: আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।


আরো সংবাদ



premium cement
সরকারকে বিব্রত করতে পোশাক শিল্পে অস্থিরতা সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রীর ইন্তেকাল ইসরাইলের সাথে যুদ্ধবিরতির ইঙ্গিত লেবানন প্রধানমন্ত্রী ও হিজবুল্লাহ প্রধানের দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে দুদক গঠন করুন অনাচারের অর্থনীতি সৃষ্টি করে আমলা, উর্দিধারী কর্মকর্তা, রাজনীতিক ও ব্যবসায়ীচক্র তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ ২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের ভূমিকা রয়েছে : ধর্ম উপদেষ্টা হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু শেখ পরিবারের নাম বাদ দিয়ে জেলার নামে ১৮ বিশ্ববিদ্যালয় নাসের শাহরিয়ার জাহেদী ‘ইশিডেট’ পুরস্কার পেলেন

সকল