পিএসসিতে আরো ৫ সদস্য নিয়োগ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ২৩:২৫, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ২৩:২৭
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন আরো পাঁচ বিশিষ্টজন। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সদস্য পদে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো: জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনে এ সরকার। অনেককে বাধ্যতামূলক অবসর, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়। কোনো কোনো পদের কর্মকর্তারা পদত্যাগ করেন।
গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
একই সাথে ওইদিন মো: সুজায়েত উল্লাহ, ড. মো: নাজমুল আমিন মজুমদার, ড. মো: আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা